Sunday 29 December 2013

মিছিল শারীরিক


শরীর মিছিলের মিছিল শারীরিক
তোমার ঝুটো কাম, মিথ্যে hectic
মাদক-মায়াবিনী , জনতা মিছিলে
যা কিছু পেয়েছিলে , সবই তো খোয়ালে !!
খোয়াব দেখে চোখ, স্বপ্ন প্রতারক ,
গ্যালারী তোলপাড়,সবাইধর্ষক
খেলার মাঠে নেমে বুঝেছ সাথি চাই !
আমরা ক্ষোভে লাল , তোমার ফাঁসি চাই
চাহিদা আরও ছিল, ধূসর মানসিক ,
শরীর মিছিলের মিছিল শারীরিক



আদরে আব্দারে বালিশে সহবাস,
জীবনে তুমি আছো,তাই মধু মাস
মশারী টানটান নরম বিছানা,
আমি তো উন্মাদ,তোমার দিওয়ানা
আবেশে ঘুম আসে আমার চোখে প্রায়,
শুধু নরম খুঁজি,বালিশে বিছানায়
কানে তে দূরভাষ তোমায় খোঁজে মন,
আমার যৌবন,চিত্ত উচাটন
তুমিও হ্যালো বলে হাতটা বাড়ালে,
আমি তো ক্ষুধিরাম,তুমি কি ঘুমালে!!
রাত তো বেড়ে চলে আমারই ঘুম নেই,
ভাবছি প্রিয়তমা,তুমি তো আসবেই,
হিসেবে ভুল ছিল,তুমি তো এলেনা,
একাকী ভোর এলো সাক্ষী বিছানা ।


Tomay chere kothay jabo! jahannam e jannat e?
amar byathay tomay chara dakbo kake majhrate!
Tomay chara cholbo vabcho! sotti bolchi parbo na,
sotti bolchi pagli ami tmay charte parbona..

Tomay chara kothay jbo! jabar kono jayga nei
modhyo rate dhukkho pele vijbe balish kanna tei,
balish ta kei dakbo ‘sona’,bolbo ektu jorie dhor
mairi bolchi tmar jonye sotti ami sarthopor..

Tomay chere kothay jbo?mishor naki Africa!!
amay "srijit" vabcho naki! tobe tumi e amar "swastika"..
Onek holo halka chale dukkho dheke irony,
tomar jonye thamie diyechi mohila baji,chulkani...


Tumi onekta 'sikh' der moto nirmom nirvik,
shobdo bunecho swopner moto,tumi mohakabyik,
tumi onek ta'lenin' er moto,shreni shotrur jonyo,
tumi kokhono premik purush,premer khetre bonyo..
tumi onek ta paharer gaye jemon sushri brikhho,
kokhno abar bedonay nil,sei muhurte rukkho..
tumi onek ta chotto ami e, jemon dekhechi ayanay,
mayer ador khujhte cheyecho, roj dupurer rannay,
tumi onekta opapbidho,tmi onekta riddho,
ami borabor tomatei thaki,ami tomatei mugdho
....

শাহবাগ



আজ মুখরিত শাহবাগ, গ্লানি কাটিয়ে উঠেছে দেশ,

অতীত হয়েছে রাজাকার,তাই জনগণ সমাবেশ।

 
পুঞ্জিভূত ক্ষোভের ফুল্কি দাবানলে পোড়া জাতি,


এসো প্রিয়জন , সুশীল স্বজন আজ উল্লাসে মাতি ।
 
আমার বোনের-মায়ের রক্তে খেলেছিল যারা হোলি ,


আমরা তাদের ক্ষমা করিনি মা, তাদের দিয়েছি বলি

শ্লীলতা পেয়েছে সান্ত্বনা , দেখে নর পিশাচের ফাঁসি

শাহবাগে গান, বিজয় স্লোগান, প্রজন্ম আজ খুশি ।