Thursday 18 December 2014

আল্লাহ্‌

বাচ্চা মেরে পুরুষ সাজিস মৌলবাদী বীর,

ধর্ম টা কে বর্ম করে বুলেট ছুঁড়িস!!

শ্রীমুখ ঢেকে জোব্বা গায়ে অস্ত্র হাতে,

জেহাদ বলে আল্লাহ্টা কেই সওদা করিস!!


আল্লাহ্তোদের বাপের কেনা গোলাম কি না!!

খুন করবি,চোখ রাঙাবি আল্লাহ্বলে

অস্ত্র হাতে হামলা করবি যখন তখন,

চোখ রাঙাবি, হুমকি দিবি সদলবলে


ধর্ম কি রে? বুলেট নাকি মানব বোমা!!

বাচ্চা মেরে কি ছিঁড়লি,তা তোরাই জানিস!!

আল্লাহতালা সত্যি যদি ক্ষমতা থাকে

তবে,তোদের সবার শাস্তি হবে,তৈরি থাকিস

Thursday 11 December 2014

পরোবাসী



ঠোঁটে ঠোঁট মিশিয়ে ছিলে,ভালোবেসে
বিলি কেটে ছিলে ঝাঁকড়া চুলে প্রচন্ড আশ্লেষে,
তোমার করে আঁকড়ে রেখেছ যাকে,
সে অন্যকাউকে সঙ্গে নিয়ে,তোমার ঘরে থাকে।
হাত বাড়িয়ে ধরেছিলে তার শরীর,
তোমার প্রিয়,তোমার চোখে বীর
তবু বীরের ভোগ্যা বসুন্ধরা নারী!
ভাব শেষ, শুধু নের সঙ্গে আড়ী।
নিঃস্বাসে তুমি ঘ্রাণ নিতে তার বুকে,
মাথা ছোঁয়াতে মান অভিমান,দুঃখ এবং সুখে
আজও আড়ি পেতে কি শুনতে চাও ? প্রিয় প্রিয়ার হাসি!!
তোমার প্রিয় তোমার ঘরেই তবুও পরোবাসী

কী ?

কি চাইছো!!
সুখ না সোহাগ?
কি চাইছো!!
প্রেম না কাম?
কিসের জ্বালা?
বিষের নাকি!!
শরীর শরীর 

তুলকালাম।


কি খুঁজছো?
বাড়ি নাকি ঘর!!
কি খুঁজছো?
হারানো সুখ!!
অশ্রু চোখের
প্লাবন রোধে;
কি খুঁজছো?
চওড়া বুক!!


কি খুঁড়ছো?
স্মৃতির কবর!!
কি খুঁড়ছো?
শরীর টাই!!
শরীর মনের
সীমান্তে বসে,
কি করছো
প্রতিক্ষা(ই)!!

Thursday 4 December 2014

মৃত্যু উৎসব



দুঃখের সাগরে ডুবে যেতে যেতে শেষ বারের মতো বাঁচতে চেয়ে হাতটা তুলে ছিলাম

তোমার উদ্দেশ্যে, ভেবেছিলাম তুমি নিশ্চয়ই বাঁচাবে আমায়,

ত্রাণ দেবে।কিন্তু না, আমার সে আশাকেও জলাঞ্জলী দিতে হল,

তুমি এলে না।দুর থেকে চেয়ে চেয়ে দেখলে কেমন করে ডুবে যাচ্ছি আমি।

প্রথমে নাকে মুখে জল ঢুকে গেল, তখনও কিন্তু হাত পা ছুঁড়ছি , তারপর

আস্তে আস্তে খাবি খেতে খেতে তলিয়ে গেলাম।

তোমরা তখন ডুবুরী নামালে, অনেকক্ষণ চেষ্টায় ওরা খুঁজে পেল আমার ফোলা দেহটা 

তুলে নিয়ে এসে রাখল এক ধারে। প্রথমে তুমি পরে একে একে সবাই 

ফুল দিলে,আমায় সাজালে নতুন কাপড়ে,মুখে লাগালে চন্দনের ফোঁটা,

ধূপের গন্ধে ম ম করল চারদিক, চতুর্দোলায় চপিয়ে নিয়ে চললে আমায়,

রাস্তার ধারে অত্যুতসাহী জনতার সমাবেশ। বেঁচে থাকতেও এত সম্মান পাইনি কখনো ;

সেই ভীড়ের বুক চিরে এগিয়ে চল্লাম,বিচিত্র এই দেশে আজ আমার মৃত্যু উৎসব।