Wednesday 29 October 2014

নীল




এবার ভাবছি তোমায় নিয়ে
ঘুরতে যাবো মুকুন্দপুর,
সস্তা হোটেলে রাত কাটাবো
কিম্বা গোটা একটা দুপুর।

এবার ভাবছি তোমার কাছে
দেখিয়ে দেবো আমার আমি(ই),
পাঁচ রিপু তো আগেই দেখেছো
এবার না হয় দেখবে ‘কাম’ ই।

এবার ভাবছি সমস্তটাই
উজাড় করে তোমায় দেবো,
তোমার সঙ্গে একলা ঘরে
দুপুর কিম্বা রাত কাটাবো।


Sunday 26 October 2014

কান্না



মাঝে মাঝে ভীষণ কান্না পায়,
কিন্তু জনসমক্ষে পুরুষের কাঁদতে আছে নাকি !!
সেই ছোট্ট বেলা থেকেই জানি,কান্না কেবল নারীর অলঙ্কার
কিন্তু যখন ভীষণ কান্না পায় , তখন ?
তখন কি আর এসব মনে রাখা সম্ভব ! তখন অশ্রু গ্রন্থি থেকে
ফোঁটা ফোঁটা আবেগ,দুঃখ,যন্ত্রনা ঝরে পড়বে , চোখের প্লাবন
ক্রমশ নামবে পুরুষালী দাড়ি বেয়ে বালিশে কেউ দেখতে পাবে না
বিছানা তখন মশারী দিয়ে ঢাকা ,গভীর রাত,চারপাশে আলো জ্বলবে না কোনো-
পরাক্রান্ত পুরুষেরা রাতারাতি কাঁদে

Tuesday 21 October 2014

পুড়বো আমিও ছাই হবো সাদা এক মুঠো ,
হয়ত সেদিন শোক প্রস্তাব পাঠ হবে -
অশরীরী হয়ে হয়ত বেঁচে থাকবো ,
স্মরণ সভায়, ধূপের সৌরভে ।


জ্বলবো আমিও যেমন জ্বলে রংমশাল ,
হয়ত আমার থাকবে স্মৃতি চিহ্ন -
কেউ বলবে আমি মার্জিত লোক ছিলাম ,
কেউ বলবে ভদ্র না ছাই ! বন্য ।


বলবো আমিও আকাশবাণী হয় যেমন ,
হাসবো আমিও এখন যে ভাবে মেঘ হাসে
মনে পড়বে হয়ত যাদের চেয়েছিলাম
হাওয়ায় মিশে থাকবো তাদের চারপাশে ।