Sunday 30 November 2014

নির্নিমেষ



তোমার চোখে মুগ্ধ হয়েছি বারবার,
টানাটানা চোখ দুটো তে কি আছে গো ?যাদু!
জানিনা, তবু সম্মোহিত হই।
অদৃশ্য মায়ায় বশ করে ফেল দৃষ্টি দিয়ে!
আমিতো পলক ফেলতে পারিনা, শুধুই
 মোহাচ্ছন্ন স্থাণুর মতো ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকি!
মহাপ্রলয়ের অপেক্ষায়

Saturday 29 November 2014

ধরে নে

ধরে নে আমি মরেই গেছি ,
কি করবি তুই বল!
আমার শোকে পাথর হবি !
নাকি  ফেলবি চোখের জল ?

ধরে নে আমার দেহের ওপর
সাজানো হচ্ছে ফুল গুলো ,
তুই কি এবার আলতো হাতে
ঘাঁটবি আমার চুল গুলো !

ধরে নে এবার চতুর্দোলায়
আমায় নিয়ে হাঁটছে সবাই ,
অস্ফুটে তুই ডাক দিবি কি!
আদর করে বলবি "বাবাই"!!

ধরে নে এখন আগুন জ্বলছে ,
আগুনে পুড়ছি শরীর নিয়ে ,
কাজল কালো তোর দু'চোখে
ঝরছি আমি কান্না হয়ে ।

Saturday 22 November 2014

বিদ্যা বালান

বিকেল হলেই বেঞ্চে বসি
বেশ লম্বা আমার দালান ,
একটু পরেই রাস্তা দিয়ে পড়তে যাবে -
সদ্য কিশোরী , আমার চোখে বিদ্যা বালান !

যতদূর যায় দৃষ্টি , আমি তাকিয়ে থাকি
হুইলচেয়ারে চড়ে বসি তারপর......
মাটিতে আমার পা পড়েনা জন্ম থেকেই ,
আমার আকাশ - সিলিং এ বন্দি,ঘর।

কখন তুমি বাড়ি ফেরো আমি জানিনা
জীবনে আমার নিয়মের কাঁটাতার
যাবার পথে তাকিয়ে থাকি ঠায়,
তোমার ফেরা হয়না দেখা আমার।

আবার বিকেল আবার আমার দালান,
আবার যাবে আমার সামনে দিয়ে ,
এক পৃথিবী পার্থিব ভালোলাগায়
রোজ বেঁচে থাকি তোমারই পথ চেয়ে।

হয়ত এ সুখ দীর্ঘজীবি নয়
হয়ত তুমি আসবেনা রোজ দিন,
তবু তোমার জন্য নেশাগ্রস্থ আমি......
তুমিই মাদক,আমার মরফিন ।

Tuesday 18 November 2014

কফি হাউস



ধোঁয়া দের কে যত্ন করে আটকে বুকের মাঝে দেড় মাস পর কফির কাপেতে তুফান তুলেছি আজ,
পুরনো কিছু মানুষের সাথে দেখা তাই বাতিল করেছি প্রাত্যহিক কাজ
সে দিনের সেই সঙ্গিনী আজ নেই,আজকে চেয়ার সাথী দের নিয়ে ঠাসা ,
আজ তোমরা বন্ধু সঙ্গী তো, সেদিন ছিল সঙ্গিনী ভালবাসা
মাথার ফ্যান টা সেদিনও ঘুরছিল,জরাজীর্ণ গম্ভীর গতিতে
মাঝে মাঝে তাই সেদিনের কথা মনে করে, হারিয়ে যাচ্ছি সেদিনের স্মৃতিতে
বেয়ারা গুলো পাগড়ী জড়িয়ে মাথায়, ঘুরছিল নিয়ে হাতে খাবারের ডিশ-
 সে দিন আমরা টেবিলের দুই ধারে , কথাবার্তা চলছিল ফিসফিস,
আমিই মূলত বলে চলেছি নানা রকমের কথা
সঙ্গিনী সেদিন চুপচাপ,আগ্রহ নেই শুধুই নীরবতা ,
নীরবতা ভেঙ্গে ধরেছি তার হাত, বলেছি ‘বলোনা কি হয়েছে তোমার  ?
হাত ছাড়িয়ে সঙ্গিনী বলেছিল, ‘কি আর হবে,কিছুই হয়নি আমার
আমি বলেছি, ‘মনেতে রেখোনা দ্বন্দ্ব ,  কাম অন সোনা বলেই ফেলনা আমায় ,
হেসে বলেছিল, ‘না থাক, কদিন পরেই বলবো , তোমার সামনে বলতে ভয় হয়’
আমি বলেছি ‘আমায় কিসের ভয়! বলোনা প্লিস এক বারতো বলো
সেই হাসির রেশ  ধরেই বলেছিল, ‘যদি কেঁদে ফ্যালো !!
আমার দিকে তাকিয়ে ছিল সে, তার ভুবনমোহিনী রূপের ডালি নিয়ে
তবু আমি মুগ্ধ হইনি মোটেই,অজানা শঙ্কায় উঠেছি ঘেমে নেয়ে
ইনফিউসান দু’কাপ এসে গেল হঠাৎ এক দমকা হাওয়ার মতো ,
তাকে দেখলাম ভীষণরকম স্থির, না বলা কথাটা বলতে উদ্য
বলে চলল ‘জানিনা কি ভাবে নেবে,অনেক করে বলতে বললে তাই
বলছি ,আমার এই নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চাই 
বুঝিনি কিছুই,ফ্যালফ্যালিয়ে শুধুই তাকিয়ে ছিলাম ,
সে বলেছিল, ‘অ্যাম আই ক্লিয়ার ? বোঝাতে পারলাম ?’
এক মুখ ধোঁয়া ছেড়ে ঠাট্টার ছলে বলেছিলাম, ‘প্রেম করছ ? প্লিস এভাবে দিওনা সাজা
হেসে বলল, ‘আমার সঙ্গে পড়ে ,ভীষণ স্মার্ট, দাবাড়ু ওর নাম রাজা’
হঠাৎ এতটা কঠিন বাস্তবে আমি তখন দিশেহারা হয়ে একা,
বলেছিল এই সপ্তা খানেক আগেই ওদের কমন রুমে দ্যাখা
তারপর সেই টুকরো আলাপ খুচরো হাসি থেকে ,
এখন নাকি আমাকে নয়,স্বপ্নে ওকেই দ্যাখে
আমি তখন মৃত্যু যন্ত্রণায় ককিয়ে উঠছি যেন ,
চারদিক সব ফাঁকা শুনশান , কেউ নেই একজনও
আস্তে আস্তে উঠে পড়েছি পুরনো চেয়ার থেকে,
রাস্তাদিয়ে দুজন চলেছি, কোনোমতে এঁকেবেঁকে ,
জীবনে সেই প্রথম বার ভ্যালেন্টাইন হয়ে ,
ইউনিক সব গিফট কিনেছি , দারুণ ব্যস্ত হয়ে
ধীরে ধীরে তাকে দিয়ে এসেছি তার বাড়ীর পথে ,
চোখের জল কে আটকে রেখেছি কষ্টে কোনোমতে ,
হাসিমুখেই সঙ্গিনী কে শেষ বিদায় দিয়ে -
মেট্রো ষ্টেশনে দাঁড়িয়ে থেকেছি, তখন দুগাল বেয়ে –
অশ্রু গ্রন্থি নিঃসৃত চোখের নোনতা জল
ধীরে ধীরে সব আবছা,ঝাপসা, স্থানীয় কোলাহল
আবার সেই চেনা গন্ধটা, গরম ইনফিউশান রেখে যাছে সেই পাগড়ীধারী-
এখানে এলেই আরও অনেকের মতো আমিও ভীষণ ইমোশানাল হয়ে পড়ি।

Monday 10 November 2014

মোহনরূপ

একেই বুঝি মোহনরূপ বলে !
টানা টানা চোখে কাজলের কালো ছোঁয়া ,
একেই বুঝি তিলোত্তমা বলে !
একেই বুঝি বলে স্বচ্ছতোয়া ?
এটাই বুঝি হেমন্তের হাসি !
এটাই বুঝি শিশির ভেজা ভোর !
আরও এক বার মুগ্ধ করবি বলে ,
এটাই বুঝি মোহন রূপ তোর ?

Friday 7 November 2014

শেষের শুরু









কাল ও সকাল হবে ,
জানলা দিয়ে এক ফালি রোদ
রোজের মতই ঘুম ভাঙ্গাবে ।

কিছুক্ষণের এপাশ ওপাশ
ধড়মড়িয়ে উঠবো তারপর
মনে পড়বে আজ থেকে তুই পর ।

অভ্যেসেই হাতড়াবো সেলফোন
খুঁজতে চাবো text-এই বারবার
এমনি ভাবেই হয়ত কিছুক্ষণ…..

বেলা বাড়বে ,
বাড়তে থাকবে দিন ,
পড়তে বসবো মাদুর পেতে , একলা আলাদীন ।

পড়া কি ছাই হবে !!
খুঁজতে চাইবো হাসনুহানা
পাশের বাড়ীর টবে ।

দুপুর হবে রোজই যেমন হয়,
স্নান করবো ,তেল দেবো না
সাবান মাখবো , ভাত খাবো না

কি হবে বল ?
বকবি তো না
ইচ্ছে করেই দস্যি হবো,টের পাবি না ।

বিকেল হলে ঘুরতে যাবো
একলা একলা যেদিক খুশি
তুই তো জানিস আমার ইচ্ছে, বেয়াক্কেলে,সর্বনাশী ।

দেখবে টা কে!!
দেখবো পাড়ার কুকুর গুলো,
কেমন করে সন্ধ্যে মাখে !!

ফিরবো এবার
কোথায় আবার ? বাড়ী
তোর কি তাতে !! এখন তো তোর সঙ্গে আড়ি

 ফিরেই বসবো
পড়তে হবে ,ভাবছি আজকে
অঙ্ক কষবো ।

রাত্রি বাড়বে
রুটির সঙ্গে ডিম
ভাবছি এবার বদলে ফেলবো Aircel এর Sim

গভীর রাতে কান্না পেলে
জড়িয়ে ধরবো বালিশটা কে
তোর মতো না জানি,তবু আরাম মেলে ।

হাপুস নয়ন
কি করছিস হাসনুহানা ?
জানি আমার কষ্টে তোর চোখে আর জল আসেনা ।

রোজ এরম ভাবেই কাটিয়ে দেবো
টের পাবিনা খোঁজ পাবিনা
একটু একটু করেই এবার বদলে যাবো ।