Thursday 4 December 2014

মৃত্যু উৎসব



দুঃখের সাগরে ডুবে যেতে যেতে শেষ বারের মতো বাঁচতে চেয়ে হাতটা তুলে ছিলাম

তোমার উদ্দেশ্যে, ভেবেছিলাম তুমি নিশ্চয়ই বাঁচাবে আমায়,

ত্রাণ দেবে।কিন্তু না, আমার সে আশাকেও জলাঞ্জলী দিতে হল,

তুমি এলে না।দুর থেকে চেয়ে চেয়ে দেখলে কেমন করে ডুবে যাচ্ছি আমি।

প্রথমে নাকে মুখে জল ঢুকে গেল, তখনও কিন্তু হাত পা ছুঁড়ছি , তারপর

আস্তে আস্তে খাবি খেতে খেতে তলিয়ে গেলাম।

তোমরা তখন ডুবুরী নামালে, অনেকক্ষণ চেষ্টায় ওরা খুঁজে পেল আমার ফোলা দেহটা 

তুলে নিয়ে এসে রাখল এক ধারে। প্রথমে তুমি পরে একে একে সবাই 

ফুল দিলে,আমায় সাজালে নতুন কাপড়ে,মুখে লাগালে চন্দনের ফোঁটা,

ধূপের গন্ধে ম ম করল চারদিক, চতুর্দোলায় চপিয়ে নিয়ে চললে আমায়,

রাস্তার ধারে অত্যুতসাহী জনতার সমাবেশ। বেঁচে থাকতেও এত সম্মান পাইনি কখনো ;

সেই ভীড়ের বুক চিরে এগিয়ে চল্লাম,বিচিত্র এই দেশে আজ আমার মৃত্যু উৎসব।

No comments:

Post a Comment